"আমি কী এমন অপরাধ করেছি? চুরি করেছি? চোর?" গতকাল প্রায় গোটা দিন তল্লাশি শেষে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ হাকিম। টানা সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি শেষে সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি ছাড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দল।
সাংবাদিকদের মুখোমুখি কার্যত অভিমানে, ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। তাঁর প্রশ্ন, "আদর্শ নিয়ে রাজনীতি করার পরেও, কেন বারবার হেনস্থার শিকার তিনি? ফিরহাদ বলেন, "মানুষের পাশে দাঁড়িয়েছি এটাই আমার অপরাধ। পৌর নিয়োগের কোন ফাইল পৌর মন্ত্রীর কাছে আসে? কীসের জন্য এটা? বারবার বলছে চোর চোর? বামফ্রন্ট আমলে লড়াই করেছি মার খেয়েছি। এই অপবাদ পাইনি কখনও। একটা লোক বলে দিক। আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে মানুষকে সেবা করেছি।"
প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই মেয়রের বাড়িতে সিবিআই হানা বলেই জানা গিয়েছে গতকাল দুপুরেই সিবিআই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফিরহাদ কন্যা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন