নিম্নচাপের জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি-বজ্রপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই বললে চলে। আইএমডি-এর খবর অনুসারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল জেলাগুলিতে ৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, নবান্নের পক্ষ থেকে ৭ জেলা প্রশাসনের জন্য বন্যা সতর্কতা জারি করে হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন