রবিতে রেশন দোকান। সোমে খাদ্য ভবন। রেশন দুর্নীতি কাণ্ডে লাগাতার আন্দোলন শুরু করেছে সিপিএম নেতৃত্ব। খাদ্য দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে কার্যত বেশ কিছুক্ষণ খাদ্য ভবনের গেট দখল করে রাখল সিপিএমের নেতা, কর্মী, সমর্থকেরা। দলের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে খাদ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়।
কর্মসূচিতে যোগ দিতে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কে আমিষ, কে নিরামিষ এই ভাবে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে মানুষের বিরুদ্ধে। অপরদিকে খাদ্য নিয়ে দুর্নীতি হচ্ছে। কৃষকরা তাঁর ফসলের দাম পাচ্ছে না।
"কৃষকের যত জমির পরিমাণ আর দেখা যাচ্ছে তার থেকে ধান কেনা হয়েছে অনেক বেশি। কোত্থেকে ধান এল? কৃষকের নয়। ওই পরিমাণ জমিতে অত ধান হয় না। তাহলে ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়ার জন্য গোটা উপর থেকে নীচ পর্যন্ত তৃণমূলের ব্যবস্থাপনায় অঞ্চল সভাপতি, পঞ্চায়েত এর সদস্য তাদেরকে যুক্ত করা হল। আর যখন সব চাইতে কম দামে উঠছে তখন কৃষককে চাল বেচতে বাধ্য করা হচ্ছে। আমাদের এখানে গম হয় না। পশুর খাবারের মানের গম, আটা দেওয়া হচ্ছে। এইভাবে শুধুমাত্র টাকা-পয়সার দুর্নীতি নয় আমাদের গরিব মানুষের স্বার্থ নিয়ে খেলা হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন