রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এটা করেও ভোট পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, "আমার প্রশ্ন একটাই একটাও বিজেপির নেতার বাড়িতে, বিজেপির চোরের বাড়িতে তল্লাশি হয়েছে? এদের নেতা বিদেশে গেলে নাকি সবকা সাথ সবকা বিকাশ। আর দেশের সবকা সর্বনাশ। রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে রেইড হচ্ছে শুনেছি। আর এখানে তো রোজ সকাল থেকে রেইড হচ্ছে। এখানে ইডির আধিকারিক যাঁরা ছিলেন, তাঁদের সকলকে সরিয়ে দিয়েছে। এই ভাবে দেশে চলবে? আরও ভয়ঙ্কর আইন আনছে। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ফটাফট আলোচনা হচ্ছে। আমি কাকলি ঘোষ দস্তিদারকে বললাম লক্ষ্মী পুজো করতে হবে না। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যাও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন