তাজিন্দর পাল সিং এশিয়ান গেমসে দেশকে এনে দিলেন সোনা। শটপাটে তাঁর সোনা জয়ের সঙ্গে ভারত এবারের এশিয়ান গেমসে সোনা জয়ের তালিকায় ১৩ তম সোনা জিতল। এদিন ফাইনাল থ্রোতে ২০.৩৬ মিটার গোলা ছোঁড়েন তিনি। তাজিন্দার সিং তুর চতুর্থ ভারতীয় শটপাটার হিসেবে সোনা পেলেন এবারের এশিয়ান গেমসের মঞ্চ থেকে। এর আগে শেষবার বাহাদুর সিং চৌহান ১৯৭৮-৮২ সালে শটপাটে সোনা পেয়েছিলেন।
এর পাশাপাশি, পুরুষদের লং জাম্পে ভারতের মুরলী শ্রীশঙ্করের রুপো, ডিসকাস থ্রোতে সীমা পুনিয়া ব্রোঞ্জ পদক পান৷ মহিলাদের হেপ্টাথেলনে নন্দিনী আগরসারা ব্রোঞ্জ জিতলেন। একের পর এক পদক জয়ের ফলে ভারত রবিবার মোট পদকের সংখ্যায় হাফ সেঞ্চুরি পার করে ফেলল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন