বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে ৩ অক্টোবর তাঁকে তলব করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু বর্তমানে তিনি দলীয় কর্মসূচির জন্য দিল্লিতে রয়েছে। তাই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে পারবেন না তৃণমূল সাংসদ। এদিকে বিচারপতির সিনহার নির্দেশ ছিল, কোনওভাবেই যেন তদন্তের গতি শ্লথ না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি।
হাই কোর্টের প্রশ্ন, "কেন এত তাড়াহুড়ো? আজ যে হাজিরা দেবেন না তা জানিয়েছিলেন ইডিকে?" জবাবে অভিষেকের আইনজীবী বলেন, "আজ জানিয়েছি।" আগে জানালেন না কেন, জানতে চান বিচারপতি। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, মঙ্গলবার না পারলে অভিষেক বুধবার আসুন দপ্তরে। শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালতের অনুমতিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে গত ১৩ তারিখ অভিষেককে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন।
উল্লেখ্য, ওইদিন INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল। ওই কমিটির সদস্য হওয়ায় সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে তিনি দিল্লির বৈঠকে যাননি। গিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটা প্রতিহিংসামূলক আচরণ, প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন