বিচারপতি অমৃতা সিনহা-র নির্দেশ চ্যালেঞ্জ করে আজই ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দোপাধ্যায়। ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন ফের আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চে এই ইস্যুতে আজই দৃষ্টি আকর্ষণ করা হবে। এর পাশাপাশি আজই শুনানির আবেদন রাখা হতে পারে অভিষেকের আইনজীবীদের তরফে।
প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিক বদল হয়েছে বিচারপতির নির্দেশে। মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ বিচারপতির। নির্দেশে বলা হয়েছে, মিথিলেশ কুমার মিশ্রকে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দ্বায়িত্ব দেওয়া যাবে না। আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে। মন্তব্য বিচারপতির। তদন্ত যাতে ব্যাহত না হয় তা দেখবেন ED অধিকর্তা, এমনই নির্দেশ বিচারপতির।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন