'হঠাৎ করে আপনি আবার দিল্লি পালিয়ে গেলেন কেন? কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন'? ধরনামঞ্চ থেকে ফের রাজ্যপালকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, 'কাল বিকেল সাড়ে ৫টা দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে দলের ২-৩ জনকে পাঠাব। তবে রাজ্যপালকে এখানে এসেই আমার সঙ্গে দেখা করতে হবে।
দিল্লিকাণ্ডে আঁচ এবার কলকাতায়। রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, শুক্রবার সেই কর্মসূচির দ্বিতীয়দিন। অভিষেক বলেন, 'আমাদের সকালে একটা ই-মেল পাঠানো হয়েছে যে, রাজ্যপাল ব্যস্ত রয়েছেন। রাজ্যপাল উত্তরবঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি দল যদি, শিলিগুড়ি বা কলকাতায় দেখা করতে চাই, তাহলে আমরা যেমন চাই, উনি সেটা করবেন'।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে পাল্টা বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। বিবৃতিতে উল্লেখ, 'রাজ্যপাল তিনি জমির মানে মাটি মাটির কাছাকাছি গিয়েছিলেন সেটা কখনই জমিদারি নয়। জমির কাছাকাছি না গিয়ে শহরের রাজপ্রাসাদ থেকে বন্যা কন্ট্রোল করা সেটা হচ্ছে নিউ জমিদারি'। সঙ্গে বার্তা, 'ঘেরাও নয়, ঘর আও'।
এদিন অভিষেক বলেন, 'প্রথমত এটা ঘেরাও নয়। ঘেরাও তো গেটে হয়। আমরা গেট থেকে অনেকটা দূরে রয়েছি। রাজভবনে দশটা গেট রয়েছে। আমরা কোনও গেটের বাইরে বসে নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, বাংলার অধিকার,বাংলার প্রাপ্য আদায়র করার স্বার্থে। ঘর আও উনি বলছেন, উনি নিজেই ঘরে নেই। আমি ঘরে কী করে যাব? যে নিজেই ঘরে নেই। সে আমাকে ঘরে ডাকে কী করে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন