শনিবারও ছিল সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝেমধ্যে ঝোঁপে বৃষ্টি। রবিবারও একই রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু স্বাভাবিক রয়েছে। সেইকারণেই এমন বৃষ্টি। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সক্রিয় রয়েছে। ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। গতকাল যে ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের উপরে ছিল সেটি বিহারের উপর দিয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম বিহারের উপরে। মৌসুমী অক্ষরেখা গুনা, সাতনা, পুরুলিয়া ও মণিপুরের উপর দিয়ে যাচ্ছে।
এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে ২৮ তারিখ উত্তর আন্দামান সাগরে। ঠিক ৪৮ ঘণ্টা পর অর্থাৎ ৩০ তারিখ নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি। এর পূর্বাভাস ২৫ তারিখ পাওয়া যাবে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শনিবার কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং দার্জিলিঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন