দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে হাওয়া অফিস। তালিকা থেকে বাদ পড়েনি পুরুলিয়া জেলাও। জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে বলে জানান হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়াতে। শনিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরিমাণ বাড়লেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হতে দেখা যাচ্ছে না পুরুলিয়া জেলাতে।
দক্ষিণের বেশ কিছু জেলাতে রয়েছে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিশেষত উত্তর ২৪ পরগণা , দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর , হাওড়া , হুগলি , কলকাতা , পুরুলিয়া , ঝাড়গ্রাম , বাঁকুড়া , বীরভূম , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন