এবার শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে চললে অর্থনৈতিক অবরোধ তৈরি করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বো। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য কাজল দে-কে কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন তিনি। রাজভবনের তরফে উপাচার্যের নিয়োগপত্রে রাজ্যপালের সই করার ভি়ডিও প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। তাতে ফের সংঘাতের পারদ চড়ছে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘা। মঙ্গলবারই রাজ্যপালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলিতে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ করে অর্থনৈতিক অবরোধ তৈরি ও রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা। তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে ফের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে চলতি সংঘাত আরও বাড়ালেন রাজ্যপাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন