দুর্যোগ মোকাবিলায় ১২ ঘণ্টা পর পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠাতে হবে। এদিন নবান্নের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য নবান্নের পাশাপাশি বিভিন্ন সাব ডিভিশনেও কন্ট্রোল রুম চালু থাকবে। এদিন নবান্নের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে রাজ্যের বর্তমানে দুর্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মু্খ্যমন্ত্রী। তিনি বলেন,"প্রতিনিয়ত নজরদারি চালাতে হবে যেখানে যেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ডিভিসি ও ঝাড়খন্ড থেকে যে জল ছাড়া হচ্ছে তার প্রতিনিয়ত নজরদারি করতে হবে। নবান্নে চালু করতে হবে কন্ট্রোল রুম।" বর্তমানে দুর্যোগ নিয়ে বৈঠকে টেলিফোন মারফত মুখ্য সচিব সহ শীর্ষ আধিকারিকদের এমনটা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন