ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। জীবনে অন্যের পয়সায় এক কাপ চা খাইনি। তবুও ইডি, সিবিআই পাঠিয়ে দিচ্ছে।'
প্রসঙ্গত, এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সমাবেশ থেকে 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে! ভোটের আগেই গ্রেফতার করা হবে!' এরকম মেসেজ তাঁকে করা হয়েছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। নাম না করে এই প্রসঙ্গে অভিযোগের আঙুল তোলেন মোদী সরকারের দিকেই। মমতা বলেন, 'ভিনডিকটিভ সরকার।
প্রসঙ্গ, লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্ক! কোম্পানির কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ইডির বিরুদ্ধে। ২৫ অগাস্ট লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন,'তল্লাশি চলাকালীন লিপ্স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ ফাইল ডাউনলোড করেছে ইডি। ওই ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সসের কোনও সম্পর্ক নেই।' যারপরই বিতর্ক বাড়ে। ইডি যে অভিযোগের প্রেক্ষিতে সাফাই দেয় যে, একজন আধিকারিক তাঁর সন্তানের হস্টেল নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি তাঁর সন্তানের জন্য হস্টেল দেখছিলেন। সেই সময় একটি ওয়েবসাইট খোলায় আপনা-আপনি ওই ১৬টি ফাইল ডাউনলোড হয়ে যায়। যে ঘটনায় এবার হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। লিপস অ্যান্ড বাউন্ডসের ১৬ ফাইলে কী আছে? তা খতিয়ে দেখবে হাইকোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন