শিক্ষাক্ষেত্রে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন এককভাবে। রাজ্য সরকারকের সঙ্গে কোনও রকম আলোচনাই করেননি। এই অভিযোগে বারবার রাজ্যপাল তথা আচার্যের বিরোধিতায় সরব রাজ্য সরকার। যাদবপুর থেকে শুরু করে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত মোটেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ভালভাবে গ্রহণ করেনি। তাঁর নিযুক্ত উপাচার্যদের কাজে যোগ না দেওয়ার নির্দেশও দেওয়া হয়। ক্রমেই চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।
শুক্রবার রাজভবনে আচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় 'দ্য এডুকেশনিস্ট ফোরাম'। যার সদস্য প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। তাঁদের সকলের আপত্তি একটাই, আচার্য হিসেবে রাজ্যপালের যা ভূমিকা, তা লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে 'অতিরিক্ত' কাজ করছেন। তাঁর কোনও এক্তিয়ার নেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার। এছাড়া উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেই কীভাবে ওই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আচার্য, তার নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, সংবিধান মেনে কাজ করছেন না রাজ্যপাল। এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন