পুজোর মুখে গতকাল বিধানসভায় বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, পুজোর মুখে বেতন বাড়ল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে বাংলার সমস্ত বিধায়কদের। বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়ল একলাফে ৪০ হাজার টাকা। আর এই বেতন বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই তাঁরা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন করছেন না বলে সাফ জানালেন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন