স্বাস্থ্যভবনে ঢোকার মুখে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বেলার দিকে বিজেপি বিধায়কদের একাংশকে নিয়ে স্বাস্থ্যভবনের উদ্দেশে রওনা দেন তিনি। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির 'বাড়বাড়ন্ত' নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা দেওয়া হলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। গেট বন্ধ করে দেওয়া হলে গেট ঝাঁকাতে দেখা যায় তাঁকে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, স্বাস্থ্যভবনে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন