নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দিন ধরে জেলবন্দি তিনি। যত সময় এগিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। ইদানীং কালে আর সেভাবে তাঁর নামও মুখে আনতে দেখা যায় না তৃণমূলের নেতা-নেত্রীদের।
আজ, শনিবার আলিপুর আদালতে নিজের কাজে এসেছিলেন শোভন। সেখানে তিনি জানতে পারেন, পার্থ সেখানেই আছেন। এর পরই লকআপে পার্থের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। খোঁজ নেন শরীর-স্বাস্থ্যের। এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে শোভন বলেন, "দূর থেকে দেখা হয়েছে। স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছি।" দূর থেকেই কথা হয় বলে জানিয়েছেন শোভন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিপুর আদালতে এদিন অন্য কাজে এসেছিলেন শোভন। সেখানে গিয়ে জানতে পারেন পার্থও রয়েছেন সেখানে। এর পর দেখা করতে যান তিনি। এ নিয়ে প্রশ্ন করলে শোভন জানান, দূর থেকেই পার্থকে দেখেন তিনি। শারীরিক অবস্থা কেমন জানতে চান। দীর্ঘদিনের সঙ্গী, একসঙ্গে কাজ করেছেন পাশাপাশি। তাই দেখা করলেন, শরীরের খোঁজ নিলেন বলে জানান শোভন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন