প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরই গৌতম পাল বলেছিলেন, 'প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে।' সেই মতো ২০২২ সালে ১১ ডিসেম্বর টেট নিয়েছিল বোর্ড। এবারও টেট (TET 2023) নেওয়া হবে। আজ, বুধবার সভাপতি গৌতম পাল জানান, 'আগামী ১০ ডিসেম্বর এবারের টেট নেওয়া হবে।' এদিন পর্ষদ সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী টেট-এর দিনক্ষণ ও পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে জানান।
এই পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। টেট দুর্নীতি সামনে আসার পরই একাধিক বিষয় নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পর্ষদকে। 'অযোগ্য' দের টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। সিবিআই-ইডি, এই দুর্নীতির তদন্ত করছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
এই দুর্নীতি মামলায় নাম জড়ায় তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। বর্তমানে তিনি জেলে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরই তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন গৌতম পাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন