ভাদ্র মাসের মাঝামাঝি। ভরা বর্ষার সময় হলেও, বৃষ্টির দেখা নেই। আৎ বৃষ্টি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। সেই পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, রাজ্যে বিদ্যুৎ সংকট চলছে। পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে।
বঙ্গবাসীর পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেছেন, এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই।
শুভেন্দু অধিকারী বলেছেন, দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের এব্যাপারে তিনি জানিয়ে রখেছেন। যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি,
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন