মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরের সফরসঙ্গী হয়ে সৌরভ ঘোষণা করেছিলেন, "পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি। বাংলায় আমি লগ্নি করছি। আপনারাও আসুন। হতাশ হবেন না।' একই কথা জানিয়ে টুইটও করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদ সামলেছেন সুনামের সঙ্গে।
স্পেনে গিয়ে শিল্প ঘোষণা প্রসঙ্গে বিরোধীরা যেভাবে কটাক্ষ করেছে, তা নিয়ে মর্মাহত মহারাজ। তাঁর কথায়, "রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি যেভাবে হচ্ছে, তাতে খারাপ লাগা কাজ করে। আমি এমপি, এমএলএ, বিধায়ক, কাউন্সিলর কেউ নই, তারপরেও আমার বিষয়ে রাজনীতি করা হয়।"
কিন্তু বাংলা ছেড়ে কেন স্পেনে গিয়ে ঘোষণা করলেন? সৌরভের দাবি, "স্পেনে ঘোষণা করেছি কারণ সেটা শিল্প সম্মেলন ছিল। এটা দিল্লিতে হলে দিল্লিতেও করতে পারতাম।" সল্টলেকের জমি প্রসঙ্গেও স্টেপ আউট করেছেন সৌরভ। বলেন, "এই সমস্যা বা সমালোচনা বাংলাতেই হয়। আর অন্য কোথাও হয় না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন