গুমোট গরম খানিকটা কেটে গিয়ে মাঝে মধ্যেই দক্ষিণবঙ্গে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি। এদিন বেশিরভাগ সময়ই আকাশ মেঘলা। কখনও টিপটিপ, কখনও আবার পথচলতি মানুষজনকে তাড়া করছে বৃষ্টি। এর মধ্যেই আবহাওয়া দফতরের খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি মৌসুমী অক্ষরেখা দীঘা থেকে বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি ধরনের ওই বৃষ্টি হবে দক্ষিণের অধিকাংশ জেলাতেই। তবে উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে অপেক্ষাকৃত বেশি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে আগামিকাল দক্ষিণবঙ্গের তাপমাত্র খানিকটা কমবে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা একইরকম থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন