প্রাথমিকে নিয়োগ মামলায় হাওড়ার দাসনগর-সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আজ, মঙ্গলবার সকাল থেকে এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল 'এস বসু রায় অ্যান্ড কোম্পানি' নামের একটি সংস্থাকে।
মঙ্গলবার সকালে হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে অভিযান চালায় সিবিআই। তদন্তকারী সংস্থার আট জন আধিকারিক তল্লাশি চালান সংস্থার কর্তা কৌশিকের ফ্ল্যাটে।
সম্প্রতি এই মামলার তদন্তকারী হিসাবে সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটের ওএমআর শিট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল তাঁর এজলাসে। মামলাকারীর অভিযোগ ছিল, ওএমআর শিটের ‘ডিজিটাইজড ডেটা’য় অনেক ভুল রয়েছে। আদালতে যে ওএমআর শিটের তথ্য বলে যে নথি পেশ করা হয়েছে, তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। কারণ, ওএমআর শিটের ডিজিটাইজড ডেটা বলতে যা বোঝায়, তা আসলে ওএমআর শিটের স্ক্যান করা কপি। কিন্তু এ ক্ষেত্রে পর্ষদ আদালতে যা পেশ করেছে, তা টাইপ করা তথ্য। আর সেই তথ্যে প্রশ্ন-উত্তরের অনেক বিকল্পেও ভুল রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন