স্কুলের পর এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্মিত কলকাতা হাইকোর্ট। ২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে হলফনামা তলব। আগামী ১৩ অক্টোবরে মধ্যে যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
'স্বচ্ছতার প্রশ্নে প্রবেশনারি মেরিট প্যানেল নম্বর বিভাজন-সহ প্রকাশ করা উচিত, কলেজ সার্ভিসের মূল্যায়ন স্বচ্ছ হওয়া উচিত',
'একজন চেয়ারম্যান সুবীরেশ এখন জেলে, পারলে একটু মনে করিয়ে দেবেন, দুর্নীতিতে নিমজ্জিতরা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে কাজ সারে', পার্থ চট্টোপাধ্যায়ও দুর্নীতির কারণে জেলে, কমিশনের উদ্দেশে মন্তব্য হাইকোর্টের।
উল্লেখ্য, ২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া চাকরিপ্রার্থী মোনালিসা ঘোষ হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশনারি মেরিট লিস্টে শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে কারোর কোনও নম্বর প্রকাশ করা হয়নি। লিস্টে ছিল না কোনও নম্বর বিভাজন। তাই ঠিক কোন ভিত্তিতে তিনি বাদ পড়লেন, সেটা জানতে পারেননি বলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরিপ্রার্থী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন