কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি তলব করলে তিনি অবশ্যই যাবেন। তদন্তে সহযোগিতা করবেন। হিঙ্গলগঞ্জে এসে এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে বসিরহাটের সাংসদ নুসরতকে তলব করেছে ইডি।
যদিও এ রকম কোনও নোটিস এসেছে কি না, তিনি জানেন না বলেই দাবি করেছেন নুসরত। বসিরহাটের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় একটি বৈঠকে এসেছিলেন সাংসদ। সেখানে ইডির নোটিস নিয়ে প্রশ্ন করতেই সাংসদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, "আমি সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত। নোটিস এসেছে কি না অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।"
নুসরত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েক জন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন