ইতিমধ্যে নয়া শিক্ষা নীতি প্রকাশ করল রাজ্য। আজ থেকেই এই নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। নয়া এই নীতিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক বদল ঘটবে। এর পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনেও বদল আনার কথা ুল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, এ বার থেকে শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনের পাঁচ বছর অন্তত গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। এর সঙ্গে, শিক্ষক-শিক্ষিকাদের জন্য আসছে নয়া প্রমোশন নীত-ও।
এ দিকে, স্কুলস্তরের শিক্ষা ব্যবস্থায় প্রথম দু-বছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে শিক্ষা নীতিতে। ত্রি-ভাষা নীতি অর্থাৎ তিনটি ভাষা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত কার্যকর করছে রাজ্য।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি মানার পরিকল্পনা নেই রাজ্যের। বিধানসভাতেও সরকারের এই অবস্থান স্পষ্ট করেছিলেন শিক্ষামন্ত্রী। তবে রাজ্যের শিক্ষানীতি ঢেলে সাজানো হবে।
নয়া এই নীতিতে মাতৃভাষা পড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকেই বাংলা ভাষা সম্পর্কে পড়ুয়াদের ধারণা তৈরি করতে হবে, শিক্ষা নীতিতে রাজ্যের অবস্থান স্পষ্ট। নয়া এই নীতিতে শিক্ষক-শিক্ষিকাদের কর্মজীবনের পাঁচ বছর অন্তত গ্রামাঞ্চলে শিক্ষকতা করতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের জন্য আসছে নয়া 'প্রমোশন নীতি'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন