অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী আধিকারিক বদলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ সিনহার। এর পাশাপাশি, বিচারপতি এ-ও জানিয়ে দিয়েছেন, ওই আধিকারিককে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না।
এদিন আদালতে অন্তবর্তী রিপোর্ট জমা দেয় ইডি। ইডি-র তরফে আদালতে জানানো হয়, রিপোর্টে এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যা তাঁরা প্রকাশ্যে বলতে চাইছেন না। যুক্তি হিসাবে ইডি-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "আমাদের আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা পান না৷’’এরপরেই বিচারপতির প্রশ্ন, তবে আর্থিক লেনদেনের গতিপথ কী? ইডি আশ্বাস দেয়, আগামী ১০ অক্টোবর এবিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন তাঁরা। তাঁদের সময় দেওয়া হোক।
তবে এরই মধ্যে ইডি-র আইও-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সাফ বলেন, "প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ম্যাগনিটিউড অনেক। আদালতের প্রশ্নের উত্তরই দিতে পারেনি। এই বিপুল ব্যাপ্তির নিয়োগ দুর্নীতি তদন্তে আত্মবিশ্বাসী অফিসারকে চায় আদালত। ইডি আইও-র আত্মবিশ্বাসের অভাব রয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আইও-র উপরে আদালত ভরসা হারিয়েছে। তাই সরিয়ে দেওয়া হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন