কোভিড ক্ষতিপূরণ মামলায় 'ভাইপো' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর করা এই মন্তব্য ফের একবার শিরোনামে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কটাক্ষের সুরে বলেন, "চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লাখ, কোভিডে মৃত্যুতে কত?" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, জানতে চান, 'আদৌ টাকা দেওয়া হয়?'
প্রসঙ্গত, ২০২০ সালের ১ আগস্ট কোভিডে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের। স্বামীর মৃত্যুতে কমপেনসেশন গ্রাউন্ডে চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী দীপ্তি সরকার। প্রয়াত শিক্ষক বিভূতি কুমার ও তাঁর স্ত্রী দীপ্তির ২ সন্তান রয়েছে। এদিকে স্ত্রী দীপ্তির অভিযোগ, কোভিডে স্বামীর মৃত্যুর পর চাকরি এবং আর্থিক সাহায্য কিছুই পাননি তিনি। যে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন