ফের আদালতে বড় ধাক্কা। আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলায় সিআইডি-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় সিআইডি এখনও কেন নথি তুলে দেয়নি সিবিআই ও ইডিকে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তীব্র ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় এদিন সিআইডি নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে ৫০ লাখ টাকা জরিমানা হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা দিতে হবে রাজ্যকে। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'১৮ তারিখের মধ্যে সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাব।' বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন