'দোষীদের আড়াল করছে। এই রিপোর্ট প্রধানমন্ত্রীকে দেওয়া হবে'। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সিটের প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ। প্রাথমিকে নিয়োগে ওএমআর শিটে 'কারচুরি'।
বিচারপতির গঙ্গোপাধ্যায়ের আরও বক্তব্য, 'সিবিআইতে এক গুচ্ছ বোকা লোক কাজ করে এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এটা ইচ্ছাকৃত। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়নি'। সঙ্গে প্রশ্ন, 'সিবিআইয়ের আইটি আধিকারিক নিজে বলছে যে, এটা ডিজিটাল ডেটা নয়। তাহলে কেন এস বসু রায় কোম্পানির আধিকারিকদের এই প্রশ্ন কেন করা হল না'? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়,'একটু সুযোগ দেওয়া হোক। এমন অর্ডার দেওয়ার আগে একবার সিটের প্রধানকে সুযোগ দেওয়া হোক এই ত্রুটি বিষয়ে কৈফিয়ত দেওয়ার জন্য'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন