যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে দিতে চাইছেন না কলেজের কয়েকজন ছাত্র নেতা। এরা চাইছেন না সিসিটিভি বসুক ক্যাম্পাসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এ বার সরাসরি মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ।
এ দিকে যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়েও এদিন প্রশ্ন তুললেন উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি কার্যত তদন্তের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বললেন, 'এমনও অনেক আছে যাঁরা দোষী, তাঁদের নাম নেই। এমনও কয়েকজন আছেন, যাঁরা দোষী নন। এখনই যদি সবাইকে শাস্তি দিয়ে দেওয়া হয়, তা হলে ওঁরা মানসিক ভাবে ভেঙে পড়বেন। আমার মনে হচ্ছে তদন্ত কমিটির রিপোর্ট অসম্পূর্ণ।" এই কথা বলে তিনি ফের তদন্তের পক্ষেই সওয়াল করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন