মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এদিন নবান্নে এলেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মা। সূত্রের খবর, তাঁদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর নাগাদ নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়া বাবা-মা। অন্যদিকে, যাদবপুর কাণ্ডে হোস্টেলের পরিকাঠামো নিয়ে ইউজিসির প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ইউজিসির প্রশ্ন, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য র্যাগিং নিয়ে একাধিক প্রচার কর্মসূচি করার কথা বলা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়- কলেজগুলিকে। সেগুলো কী কার্যকর হয়েছে আপনাদের? ইউজিসির প্রতিনিধি দলের একাধিক প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এমনটাই সূত্রের খবর। সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য হোস্টেল নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার নির্দিষ্ট কিছু রিপোর্ট এদিন ইউজিসি সামনে দিতে পারল না কর্তৃপক্ষ বলেই সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন