এবার বিদেশ সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য যখন ডেঙ্গির মৃত্যুর মতো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, তখন মাননীয় গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মিলিত জাতিসংঘে বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিনি আপাতত সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলে তিনি অনলাইনে এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলেছেন। আর্থিক খরচ কমানো এবং ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন