শুরু হয়ে গেল G20 অধিবেশন। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই গুরুত্বপূর্ণ অধিবেশনের। তবে G20 অধিবেশন শুরু হওয়ার পরেই ফের একবার উঠে এল দেশের নাম 'ইন্ডিয়া' থেকে বদলে 'ভারত' হওয়া নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রীর পোডিয়ামে 'ইন্ডিয়া'র পরিবর্তে লেখা 'ভারত'।
G20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র জায়গায় লেখা ছিল 'প্রেসিডেন্ট অফ ভারত'। দেশের রাষ্ট্রপতির অন্যান্য দেশের নেতা মন্ত্রীদের পাঠানো আমন্ত্রণপত্রে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' লেখা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। আজ G20-র মঞ্চে প্রধানমন্ত্রীর পোডিয়ামের সামনে ‘ইন্ডিয়া’র পরিবর্তে 'ভারত' লেখা নিয়ে আরও একবার দেশের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক শুরু হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন