আপনার কাছে রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট ? চিন্তা করার দরকার নেই। কারণ এখনই বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট। বাড়ানো হচ্ছে ২০০০ টাকা নোট বদলানোর সময়সীমা। শনিবার ৩০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে।
৭ অক্টোবর পর্যন্ত নোট বদলানোর সময় বাড়ানো হল। এরপরও যদি কারোর কাছে ২০০০ টাকা নোট থেকে যায় সেটা ব্যাঙ্কে না তো জমা করা যাবে না বদলানো যাবে। সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস থেকে বদলানো যেতে পারে। তবে একবারে ২০,০০০ টাকার বেশি নোট বদলানো যাবে না। আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতোই ২০০০ টাকার নোট বৈধ থাকবে। অর্থাৎ আপাতত লেনদেনের জন্য ২০০০ টাকার নোট ব্যবহার করা যাবে। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন