অনলাইন ক্লাসের নামে প্রতি ছাত্র পিছু ৫০০ করে তোলা হত। কোভিডের সময় অনৈতিক ভাবে টাকা রোজগার করার জন্যই ওই ব্যবস্থা করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যর জামিন মামলায় আদালতে এমন বিস্ফোরক দাবি করল ইডি। এর পাশাপাশি, অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন নামে বেসরকারি শিক্ষক সংগঠন তৈরি করা হয়েছিল বলেও দাবি করেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। তার প্রেক্ষিতে ওই সংগঠন কেন তৈরি করা হয়েছিল, অনলাইনে শিক্ষকতার বিষয়টাই বা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই সংগঠনের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও যোগ আছে কি না তাও জানতে চেয়েছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন