স্পেন সফরে ফের চোট লেগেছে বাঁ পায়ে। এসএসকেএমে মুখ্যমন্ত্রী। আগামী ১০ দিন তাঁকে চলাফেরা কমানোর পরামর্শ দিলেন চিকিৎসকরা। দু-ঘণ্টারও বেশি সময় চলল MRI-সহ বিভিন্ন পরীক্ষা। হাতে আর বেশ সময় নেই। চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্য বিনিয়োগে আনতে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাংলার শিল্পপতি ও তিন প্রধানের কর্মকর্তা। কবে? ১২ সেপ্টেম্বর।
ঘড়িতে তখন ৪টে। এদিন বিকেলে কালীঘাটের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এসএসকেএমের হাসপাতালে ডিরেক্টর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, 'গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বা পায়ের হাঁটুতে চোট লেগেছে। ৩ মাস আগে উত্তরবঙ্গ সফরের ওই হাঁটুতে চোট লেগেছিল। তীব্র যন্ত্রণা হচ্ছিল। MRI-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। আগামী ১০ দিন চলাফেরায় নিয়ন্ত্রণ থাকবে। চিকিৎসদের তত্ত্বাবধানে থাকবেন'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন