বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। চন্দ্র বসু জানান, বিজেপিতে যোগ দেওয়ার সময়ে তাঁর আশা ছিল নেতাজির স্বপ্নপূরণ করবে দল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তেমন কিছুই ঘটেনি। প্রসঙ্গত, ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু। দু-বার বিজেপির টিকিটে নির্বাচনেও লড়েন তিনি। এদিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেছেন, "শরৎচন্দ্র বসু, আমার ঠাকুরদা এবং তাঁর ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 'বোস ব্রাদার্স'দের আদর্শই আমার আদর্শ। ওঁরা শিখিয়েছেন সব ধর্মের মানুষকে এক করে ভারতীয় করে তোলা।
কিন্তু, চন্দ্র বসুর অভিযোগ, এবিষয়ে একাধিক বার নেতৃত্বকে জানিয়েও কোনও রকমের কোনও সাড়া তিনি পাননি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছাকাছি পৌঁছনোর জন্য দলের কাছে 'বেঙ্গল স্ট্র্যাটেজি' পাঠিয়েছিলেন তিনি। যেটা সম্পূর্ণ ভাবে অবহেলা করেছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। অভিযোগ চন্দ্র বসুর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন