পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিতর্কের মাঝেই বিধানসভায় 'গেঞ্জি' বিতর্ক বাড়ালেন। বৃহস্পতিবার প্রত্যেক বিজেপি বিধায়কই একটি বিশেষ টি-শার্ট পরে উপস্থিত হয়েছিলেন বিধানসভায়। তা নিয়েই ক্ষোভপ্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
'গেঞ্জি' ইস্যু নিয়ে অধিবেশনের শুরুতেই বিতর্ক বাড়তে থাকে। স্পিকার বলেন, 'গেঞ্জি পরে আসা ঠিক নয়। এটা করতে পারেন না।' পরিষদীয় রীতিনীতির প্রসঙ্গ তুলে বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের অনুরোধ করেন, তাঁরা যেন 'গেঞ্জি' না পরেন।
স্পিকারের এই মন্তব্যের পরেই হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভায়।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এদিন সব বিজেপি বিধায়কই গেরুয়া রঙে লেখা '২০ জুন পশ্চিমবঙ্গ দিবস' লেখা টি-শার্ট পরে বিধানসভায় আসেন। এদিন তাঁদের এদিনে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাওয়ারও কথা বলে জানা গিয়েছে।
সম্প্রতি গত ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানতে নারাজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ফোনে অনুরোধ জানিয়ে ও পরে চিঠি লিখে রাজ্যপালকে এই আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। তা নিয়ে সম্প্রতি নবান্ন সভা ঘরে হওয়া বৈঠকে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন