বাংলায় 'ইন্ডিয়া'র লাইনে চলবে না কংগ্রেস, শুক্রবার সে কথা সাফ জানিয়ে দিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুম্বইয়ে শুক্রবার দুপুরেই শেষ হয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তৃতীয় বৈঠক। তার পর সাংবাদিক সম্মেলনে প্রত্যয়ের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, 'সবাই মিলে যদি একসঙ্গে লড়াই করা যায়, রাজ্যে রাজ্যে যদি জোট বাঁধা যায়, তা হলে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি হারবে।'
অধীরের থেকেও চড়া সুরে দুই ফুলকে বেঁধেন সেলিম। সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, চাকরি চুরির সব কথা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন। তাঁর প্রশ্ন, "যদি পার্থ (চট্টোপাধ্যায়) জেলে যায় তা হলে পিসি-ভাইপো জেলে যাবে না কেন।" বুধবার সকালে দিল্লিতে রাহুলের সঙ্গে অভিষেকের বৈঠক নিয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও টিপ্পনী করেন সেলিম। তাঁর কথায়, "ভাইপো এখন দেখছে আইনে পারছে না। তাই দিল্লিতে কাকভোরে লাইন করতে গিয়েছিলেন। কিন্তু কোনও লাইন করেই তিনি বাঁচতে পারবেন না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন