ফের ইডি-র তলব অভিষেককে।
ইডি তলবের পর পরই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আগামী ৩ অক্টোবরই দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের। ২ এবং ৩ অক্টোবর থেকে সেই ধরনা চলার কথা। সেই কর্মসূচিতে অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েও উপস্থিত থাকতে পারেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, 'চলতি মাসের শুরুতেই দিল্লিতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সমন্বয় কমিটির বৈঠকের দিন আমাকে তলব করেছিল ইডি। আমি সেই তলবকে সম্মান দিয়ে যথাযথ ভাবে হাজিরা দিয়েছিলাম। এবার আবার তারা পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনই ৩ অক্টোবর আমাকে ডেকে পাঠানো হল। এই চাঞ্চল্যকর তথ্য প্রমাণ করে দিল কারা বিচলিত এবং আতঙ্কিত।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন