পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ইডি তদন্তে হস্তক্ষেপ করতে চাইল না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রাখল সুপ্রিমকোর্ট।
এর আগে দেখা গিয়েছে আদালতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে আদালতে কেন্দ্রীয় এজেন্সির পক্ষে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু।
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গিয়েছিল রাজ্যের আবেদন। এরপরই পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সপ্তাহের শুরুতে ওই মামলার শুনানিতে রাজ্যের আবেদন খারিজ করে নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন