বিধানসভা অধিবেশন চলাকালীনই দু-হাত তুলে নেচেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুর আচরণের নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। ঠিক কী হয়েছিল? মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনা হচ্ছিল। কেন্দ্রের টাকা আটকে দেওয়ার অভিযোগ নিয়ে রাজ্যের পালটা বক্তব্য রাখেন শুভেন্দু।
অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্য সময় শেষ হয়ে যাওয়ার পরও বলতে থাকেন। কেন তাঁকে বলার সুযোগ দেওয়া হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই প্রশ্ন করেন শুভেন্দু। তাতে স্পিকার জানান, বিরোধী বিধায়করাও অনেক সময় নষ্ট করেন। আর স্পিকার চাইলে কোনও বক্তাকে অতিরিক্ত সময় দিতেই পারেন। এসবের মধ্যেই আবার কেন্দ্রীয় বঞ্চনার বক্তৃতায় পিএম কেয়ার ফান্ডের গোপনীয়তার বিষয়টি তুলে আনেন চন্দ্রিমা। সেটার আবার প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক হিরণ এবং অশোক দিন্দা। চন্দ্রিমা তাঁদের বলেন, 'আপনারা আমার সন্তানসম।' তারপরই বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। তৃণমূলের অভিযোগ, ওয়াক আউট করার সময় দু’হাত তুলে কীর্তনের ধাঁচে নৃত্য করেছেন শুভেন্দু অধিকারী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন