নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে। ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদ রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। আদালতের নির্দেশ মোতাবেক আগামীকাল অর্থাৎ বুধবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করতে চলেছে বলে জানা গিয়েছে।
দীর্ঘ আট বছর এর বেশি সময়সীমা ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিকবার আন্দোলন হয়েছে রাজ্যে। শহরের রাজপথে মিছিল থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও গেছেন নিয়োগের দাবি নিয়ে। তবে বুধবার স্কুল সার্ভিস কমিশন প্যানেল প্রকাশ করলেও কবে থেকে প্রার্থীদের নিয়োগ পত্রের সুপারিশ বা প্রক্রিয়া শুরু করা হবে তা অবশ্য নির্ভর করবে হাইকোর্টের উপর বলেই কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদ সঠিকভাবে রয়েছে নাকি তা যাচাই করার প্রক্রিয়াও শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন