নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্যের দ্বিতীয়বার কলকাতা হাইকোর্টে নিয়ে আসা হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর মানিকের মেয়ে বাবার হয়ে হলফনামা জমা দেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই হলফনামা গ্রাহ্য হয়নি আদালতে।
এর আগে মানিকের মেয়ে স্বাতী বাবার হয়ে হলফনামা জমা দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই হলফনামা খারিজ করে দেন। জানান, মানিককেই হলফনামা জমা দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার হলফনামা জমা দিতে প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়া হয় মানিককে।
এদিন মানিক বলেন, 'আমাকে অন্ধকারে রেখে সব নির্দেশ দিচ্ছে হাইকোর্ট। তাই সুপ্রিম কোর্ট সব নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছে। আমায় শুধুমাত্র ১০ মিনিট সময় দেওয়া হোক, তাহলেই হবে। সব ব্যাখা করে দেব।’ এদিন হাই কোর্টের ডেপুটি শেরিফের ঘরে তাঁকে বসানো হয়। সেখানেই হলফনামা সংক্রান্ত কাজ হয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন