এফআইআর দায়ের করা হয়নি এখনও। ইডির তল্লাশি বিতর্কে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে হাজির কলকাতা পুলিসের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হল দুটি কম্পিউটার। শুধু তাই নয়, সংস্থা হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে লালবাজারে।
নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সসের প্রায় ১৮ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সংস্থার হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'তল্লাশি চলাকালীন কোম্পানির কম্পিউটারে ১৬ এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডি আধিকারিকরা। ওই ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সসের কোনও সম্পর্ক নেই'। লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কবে? গতকাল, শুক্রবার।
এদিকে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসে তল্লাশি বিতর্কে অভিযোগকারীকেই তলব করেছে ইডি। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে চন্দন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ম্যারাথন তল্লাশিতে লিপ্স অ্যান্ড বাউন্ডস বেশ কিছু নথি ও তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই নথি ও তথ্য যাচাই করার জন্য তলব করা হয়েছে সংস্থার হিসেবরক্ষককে। বস্তুত, যখন তল্লাশি চলছিল, তখনও অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন