জবাব দিতে না পেরে দুর্নীতি ইস্যুতে মিডিয়ার উপরই চোটপাট সাংসদ নুসরতের। এদিন কলকাতায় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নুসরত জাহান তোপ দাগলেন, মিডিয়া ট্রায়াল চলছে। আরও বললেন, 'না জেনে কাউকে অ্যালিগেশন দেবেন না। অর্ধসত্য খুব ভয়ংকর।'
সাংবাদিক বৈঠক করে নুসরত দাবি করেন, 'শুটিংয়ের জন্য আউটডোরে ছিলাম।
মঙ্গলবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বসিরহাটের তৃণমূল সাংসদ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে সাংসদ নিজে এক কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন।
এদিন সেই ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে বিশদে ব্যাখ্যা দেন নুসরত। তাঁর দাবি, "অভিযোগ রয়েছে, আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম। লোনের অ্যামাউন্ট ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা। এবং, ২০১৭ সালের ৬মে সুদ সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে ফেরত দিই।" এর পরে নুসরত দাবি করেন, এই সমস্ত লেনদেনের ব্যাঙ্ক ডিটেলস তাঁর কাছে আছে। শুধু তাই নয়, ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও এদিন দাবি করেন নুসরত। জানান, তাঁর কোনও শেয়ার ওই সংস্থায় নেই। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তবে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই উঠে যান নুসরত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন