যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে প্রতিবাদ সভায় বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার সকালে এ বিষয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। লেখেন, "বৃহস্পতিবার রিভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায়। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে।" এর পরেই এফআইআর করার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন