যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে তাঁর উপস্থিতিতে স্লোগানিং। এই সব কিছুর মধ্যেই মাওবাদী যোগ থাকতে পারে বলে আদালতে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর তরফে যেমন এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। তেমনই পৃথক একটি মামলার অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এদিন গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন