এবার যাদবপুর বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন। কলকাতা হাইকোর্টে আবেদন যাদবপুর থানার। গত ১৭ অগাস্ট বিজেপির যুবমোর্চার অনুষ্ঠানের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ৮ সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় াদালত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ওই ঘটনায় হাইকোর্টে মামলাও করবেন বলে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু, ওই মামলা নিয়ে হাইকোর্টেই ধাক্কা খান তিনি। ওই ঘটনা নিয়ে শুভেন্দুর মামলায় বিরক্তিপ্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির চাপের মুখে মামলা প্রত্যাহার করে নিতে হয় শুভেন্দু অধিকারীকে।
যাদবপুরে মাওবাদী ও দেশ বিরোধী শক্তি সক্রিয় রয়েছে, মামলায় এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন