প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের 'বিশ্রামকক্ষে' ঠিকা কন্ট্রোলারের অফিস খুলছেন কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, "বিশ্রাম নয়, পুরসভা কাজ করার জায়গা।" ঠিকা জমিতে দ্রুত লিজ ডিড দেওয়ার জন্য প্রয়োজন পড়েছে নতুন অফিসের। ঠিকা জমিতে যাঁরা থাকেন, বাড়ি বানাতে এই লিজ ডিড তাঁদের দরকার হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন